দেখেছি মিথ্যা খুঁজেছি সত্য
ওই খুঁজেছি দিনরাত;
আমিই থেকেছি আমার সাথে
পাইনি কাহারো সাথ।

জীবনটাই বড় অসম লড়াই
আর কন্টকাকীর্ণ পথ;
ওই চলতে চলতে সেই পথে
মিলেছে কত মত।

মতপথ যবে এক হয়ে যায়
জয় মেলে তবে সবে;
জ্ঞানীগুণী হয়ে এই ধরায়
তবেই তো তুমি রবে।

২০শে বৈশাখ, ১৪৩২,
ইং ০৪/০৫/২০২৫,
রবিবার সকাল ১১:০৬। ২৭২৫
২৫/১২৫, ০৬/০৫/২০২৫।

Life Is a Struggle, Harsh and Wide
     C. R. Sarker (Jagrata Bibek)

I searched for truth in a world of lies,
Beneath the stars and endless skies;
Alone I stood, with none to share,
No friendly voice, no hand to care.

This road is rough, with thorns it’s lined,
A twisted path, unkind, confined;
Yet step by step I moved ahead,
With dreams alive, though hope had fled.

And when the hearts and thoughts unite,
We find the strength, we feel the light;
With wisdom deep and spirit brave,
Your name shall shine beyond the grave.

20th  Boishakh, 1432,
4th of May, 2025,
Sunday at 11:06AM.