মাকে আমি ডাকবো এবার,
           বলবো আমি মা;
কতদিন হয়ে গেল,
           তোমায় দেখি না।


সেই কবে তুমি চলে গেছো,
       আর তো ফিরে এলে না;
তোমার ছেলে তোমায় ছেড়ে,
           কেমনে থাকবে মা?


তোমার আদর, তোমার স্নেহ,
           আর কি পাবো না?
এই কি তোমার ভালবাসা?
           বলো না আমায় মা।


যখন ছোট্ট ছিলাম ভাল ছিলাম,
           ছিলাম তোমার কোলে;
বুকের মাঝে জড়িয়ে রাখতে,
             প্রাণের খোকা বলে।


যতই ডাকি তুমি আর ফিরবে নাকো,
               তাতো আমি জানি;
আঁধার ঘেরা দিনের শেষে, তোমার আশে,
        জ্বালিয়ে রাখি হৃদয় প্রদীপখানি।


আমিও মা চলে যাবো তোমার মত,
কেঊ ডাকলেও আর ফিরবো না তো;  
                 যতোই ডাকুক না;
তোমার কোলে বড় হলাম,
তোমার কাছে শিক্ষা পেলাম,
                 মা গো আমার মা।


১৪ই শ্রাবণ, ১৪২৪,
ইং ৩১/০৭/২০১৭,
সোমবার, সকাল ৭টা।