মানবতাবাদী মানুষের মাঝে
বেথেলহেমের যীশু ও ছিল একজন;
মানব মঙ্গলে সঁপেছিল প্রাণ:
মানব সমাজ তাই আজও গায় তাঁর জয় গান।

আকাশের তারা ধরায় এসেছিল
এই সেই পঁচিশে ডিসেম্বর;
আঁধারের মাঝে আলোর দিশারী
মানব মঙ্গলে কেঁদেছিল পরান তাঁর।

আলো-আঁধারের কঠিন লড়াই
মানুষকে দেখিয়েছেন পথ তিনি;
সেই পশু মানুষের অসাম্য লড়াইয়ে
জীবন দিয়েও জিতেছিলেন যিনি।

ব্যক্তি মানুষ হেরে গিয়েও
সমষ্টির জন্য জিতে গেছেন যারা;
হিংসা দ্বেষের এই জগতে
পরম শ্রদ্ধেয় মহামানব তাঁরা।

৯ ই পৌষ, ১৪২৮,
ইং ২৫/১২/২০২১,
শনিবার সকাল ৮:০০ । ১৫৪৪, ২৮/১২/২০২১।