সবাই যদি মানুষ হতো,
তবে কি ধরায় দুঃখ থাকতো?
আর করোনাকে কি আসতে হতো?
মানুষের লজ্জা হয়নি আজও।


প্রকৃতি পরম সত্যি কথা বলে,
পড়ে, শুনে, না শিখলেও
মানুষ শেখে নিজে ঠেকে;
তাও যদি না হয় ভাই
আগুন শেখাবে একদিন সেঁকে।


সবুজ যখন মরুভূমি হয়,
দহন জ্বালা বুঝতে পারে;
জীবনযাত্রা কেমন হবে,
চলার পথে দুদিন পরে।


ঠেকে শিখলে মনে থাকে,
সারা জীবন ভর;
তাই দুঃখের দিনে হাত বাড়ায়,
বলে ধর ধর।


৮ ই বৈশাখ, ১৪২৭,
ইং ২১/০৪/২০২০,
মঙ্গলবার, সন্ধ্যা ৬:০১।  ৯৯৮, ০৬/০৫/২০২০।