হারিয়ে গেছে সকল কথা,
তাইতো বুকে বাজে ব্যথা;
মানুষ আজ অমানুষ হেথা,
হারিয়ে গেছে সকল কথা।

ওদের দেখতে পাই যথা-তথা
জ্বালিয়ে দাও পুরানো কাঁথা;
হারিয়ে গেছে সকল কথা,
তাইতো বুকে বাজে ব্যথা।

২৪শে পৌষ, ১৪২৮,
ইং ০৯/০১/২০২২,
রবিবার সকাল ৬:২৯। ১৫৫৯, ১২/০১/২০২২।