জগত যখন ধ্বংসের মুখে
মানুষ তখন দেখে শেখে;
কেন বকো নিজের ঝিকে?
জগত যখন ধ্বংসের মুখে।

মনে করো নিজের মাকে
দুঃখের কথা কবি লেখে;
জগত যখন ধ্বংসের মুখে
মানুষ তখন দেখে শেখে।

২৪শে পৌষ, ১৪২৮,
ইং ০৯/০১/২০২২,
রবিবার সকাল৫:৫৭। ১৫৫৭, ২০/০১/২০২২।