এই জগতে মানুষ যারা,
               মানুষ বলে মানি;
পশুর মত দেব না হতে,
               চেতনা দেব আনি।


ওই মানবতা আনব ধরে,
              এই মানুষের জন্য;
মানুষকে দেব না হতে,
                পশুর মতো বন্য।


পশুরা তো জঙ্গলে থাকে,
               তাদের পশুত্ব নিয়ে;
আর মানুষ সমাজবদ্ধ জীব,
           প্রমাণিত মানহুস দিয়ে।


চারিদিকে আজ অন্ধকার,
                   আলোর দিশা নাই;
এই সমাজে আলো জ্বেলে,
                মোরা মানুষ হতে চাই।


২ রা মাঘ, ১৪২৬,
ইং ১৭/০১/২০২০
শুক্রবার সকাল ৬টা।892, 21/01/2020।