মানুষের বিপদে মানুষের পাশে, দাঁড়ায় যারা,
এই জগতে সত্যিকারের মানুষ তাঁরা।
আপন পরের বালাই নাই,
মনুষ্যত্ব আর মানবতার শর্ত তাই।
আজ আছি কাল থাকব না,
তবে কেন- ছোট-বড়, ধনী -গরীবে বিভেদ টানা?
মায়ের গর্ভে সবাই জন্মায়, আঁধার থেকে আলোয় এসে-
জন্মদাত্রী,মাতৃভূমি কাছে পায়।
মায়ের কোলে আর মতৃভূমে ক্রমে ক্রমে বড় হয়,
কতজনের কত আশীষ জীবনটা রাখে ধরে ঋনের দায়।
ঋণ শোধিতে, জীবন নদীতে সাঁতার কাটি আমরা কত,
শোধিতে হবে সকল ঋন তোমার কাছে আছে যত।
জন্ম থেকে মৃত্যু বোধি এই তো মোদের পরম দায়,
নিত্য দিনে, নিত্য কর্মে সাত্ত্বিক মানুষ তাহাই চায়।
মানুষ হয়ে মানবতায় যারা হেতায় পথ হারায়,
তাঁরাই হয় মানব শ্রেষ্ঠ মনুষ্যত্বের এই ধরায়।
মানবতায়, ভালোবাসায়, হৃদয়ের সেই চেতনায় নতুন সূর্য উঠবে তবে,
সবাই এবার এগিয়ে এসো মানুষ মোদের হতেই হবে।


২৫ শে চৈত্র, ১৪২৬,
ইং ০৮/০৪/২০২০,
বুধবার, বেলা ১১টা। ৯৭১, ০৯/০৪/২০২০।