আসা যাওয়া নৌকা বাওয়া
এটা এই মানুষের জীবন;
বিবেকবোধ আজ সবই রোধ
ক্রমে কঠিন হলো ভুবন।


আজ কোথায় গেল চেতনা
মানুষ নামের সেই মর্ম বেদনা?
ব্যক্তি স্বার্থ করলো ব্যর্থ
হারিয়ে গেল মনুষ্যত্বের আরাধনা।


আপন পরের ওই ডামাডোলে
মানুষের সবই হারিয়ে গেলে;
মানুষ নামের সেই জীবগুলোর
এই ধরাতে  কিইবা মেলে?


আঘাত হেনে গুঁড়িয়ে দিলে
একটা জীবন তুমি ওরে;
তোমার যখন বইবে না শ্বাস
ঐ পার্থক্যটা কোথায় রবে?


পাওয়ার কথা ভাবতে গেলে
চিত্ত চেতনায় ফিরতে হবে;
তবেই হয়তো মানুষ আবার
নামের সার্থকতা খুঁজে পাবে।


৭ই ভাদ্র, ১৪৩০,
ইং  ২৫/০৮/২৯২৩,
শুক্রবার সকাল ৮:৩৬। ২১১৫, ১৯/২৫, ০১/০৯/২০২৩।