মানুষ যদি মানুষ হতো
সেই বিবেক চেতনা নিয়ে;
পারতাম আমরা রাখতে বেঁধে।
ওই প্রেমের বাঁধন দিয়ে।


ব্যক্তি স্বার্থে ধর্ম নিয়ে
দেখ খেলছে কিছু লোক;
তাঁদের কর্মের জন্য আজ
এই জগতে মানুষের দুর্ভোগ।


মানুষে মানুষে বিভেদ টেনে
আজ ছিন্ন ভিন্ন সমাজ;
ওই তবু কিছু বুদ্ধিজীবী
সাহায্য করে চলতে তাদের রাজ।


ওই ধর্ম বর্ণ জাতিভেদ
যদি উঠে যায়;
তবেই মানুষ বাঁচবে বন্ধু
থাকবেনা আর ভয়।


১০ই  আশ্বিন, ১৪৩০,
ইং  ২৮/০৯/২০২৩,
বৃহস্পতিবার বেলা ৫:২১। ২১৪২, ১৯/১০৫, ২৯/০৯/২০২৩।