মানুষ যদি মানুষ হতো
থাকতনা আর দুঃখ যত;
দুঃখের দিনে ডাকতোনা
বুকের কষ্টে উচ্চস্বরে মা।


আমরা শুধু নামে মানুষ
ওই পশুর দলের লোক;
ব্যক্তিস্বার্থে আমরা পারি
ওই শুধুই করতে  ভোগ।


যারা ভোগবিলাসে মত্ত থাকে
তারা পরের কথা ভাবে না;
নিজের স্বার্থে মানুষ মারতে
ওরা আপন-পর বাছেনা।


ভালো-মন্দের নাই যে বিচার
কেবলমাত্র পেলেই ওদের হল;
এই করেই তো জগত সংসার
ক্রমে ধ্বংসের পথে গেল।


ওই মৌলবাদী দেশগুলিতে
শান্তি কি ভাই আছে?
ধর্মের নামে ওই তালিবানরা
বল কাদের ওরা মারছে?


জগৎজুড়ে ওই ধর্মীয় মৌলবাদ
কেবলই হিংসা ছড়ায় শুধু;
বিষে ভরা ওদের মন প্রাণ
জন্মের সময় খায়নি ওরা মধু।


২ রা কার্তিক, ১৪২৮,
ইং ২০/১০/২০২১,
বুধবার বেলা ২:০৬। ১৪৭৬, ২১/১০/২০২১।