বিবেক বুদ্ধি লোপ পেয়েছে
অন্ধ সংস্কারে ডুবে;
বিজ্ঞান সাফল্য আনবে নাকি
যাগ, যজ্ঞ, ধূপে?

কোন ভাবনার প্রচার চালায়
আঁধার ঘেরা মন?
কোন সাফল্য মিলবে তাঁদের
মিলবে রত্ন ধন?

ওরা ওই অন্ধকূপে জনগণকে
কেন রাখতে চায়?
ভাবতে হবে সবাইকে আজ
কিসের দায় বয়?

নরেন্দ্র দাভালকার, গোবিন্দ পানসাঁর,
কেন খুন হলো?
আর ওই গৌরী লংকেশ, কালবুর্গির ,
কি অপরাধ ছিল?

সবাই সমাজসেবী ছিলেন ওরা
ভাবতো মানুষের মঙ্গল;
অন্ধবিশ্বাস মোটেই ছিলনা ওদের
কে করবে পরিষ্কার জঙ্গল?

জঙ্গল চাই পশুর জন্য
                    শিকার করতে মানুষ;
মানুষ কেন বেহুশ আজ
              তাদের ফিরবে নাকি হুশ?

কথায় কথায় ধর্ম কর্ম
                          পূজা আর্চ নিয়ে;
ব্যক্তি স্বার্থে ডুবে তাঁরা
                 ঘুরে সুযোগের সন্ধানে।

৫ ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৩/০৮/২০২৩,
বুধবার সকাল ৮:৪৫। ২১০৭,১৮/২১, ২৪/০৮/২০২৩।