মানুষের মনুষ্যত্ব বোধ,
             যদি জাগ্রত হয়;
তবেই মানবতার আর,
             থাকবে না ভয়।


মানহীন, দায়হীন, মনুষ্য জীবন,
           পশুছাড়া কিছু নয়;
মানুষ হয়ে ও তারা জঙ্গলের পশু,
            জঙ্গলেই পরে রয়।


চারিদিকে চেয়ে দেখ-ধর্মের নামে,
পশুরা নৃত্য করে ডানে আর বামে।
যে জনের মনুষ্যত্ববোধ জাগ্রত দ্বারে,
মানুষের মঙ্গল ভার নিতে হবে তাঁরে।


দুদিনের এই ছোট্ট জীবন,  
          জন্ম আর মৃত্যুতে ঘেরা;
ধর্ম আর সংস্কারের নামে-
          দিও না সীমানার বেড়া।


মুক্ত মনে এসেছো বন্ধু,
           তাই মুক্ত হাওয়ায় ঘোর,
মুক্তির সাধ পেতেই আজ,
         হেথায় মানুষ হয়েছে জড়ো।


বৃথায় যেন না যায় বন্ধু,
         এই মূল্যবান মনুষ্য জীবন;
জেগে উঠুক চেতনা বোধ,
          সাথে প্রদীপ্ত হৃদয় তপন।


পশুর ছায়া, মানুষের কায়া,
        একদিন আলোয় আলোকিত হবে;
জীবনের তরে জীবন দিয়া,
      সবাই সবাইকে আপন করিয়া লবে।


৩১শে আস্বিন, ১৪২৪,
ইং ১৮/১০/২০১৭,
বুধবার, সকাল ১০টা।