মানুষের স্বাধীনতা কে করেছে দান?
তাঁর আত্মচেতনা ই, বাঁচায়েছে মান।
মানুষের মানবতা, আচার বিচার,
মানুষ করেছে তাঁরে, চিত্তের আধার।
মনুষ্যত্ব হারালেই, অমানুষ হবে,
বলিবে না কেউ কভু, মানুষ তোমারে।
মানুষের এই গুণ, থাকে না সবার,
উদারতা পরিব্যাপ্ত, মনুষ্যত্বে তাঁর।


অমানুষে ভরে গেছে, স্বার্থের জগৎ,
ধণতন্ত্র, ব্যক্তিতন্ত্র, নয় যে বৃহৎ।
সাগর ছেড়ে আজ, ডোবাতে আশ্রয়,
বৃহৎকে পায়ে দলে, ক্ষুদ্রকে প্রশ্রয়।
মানহুস ছেড়ে আর, কত নিচে যাবে?
কে বল- এই ধরায়, তোমাকে বাঁচাবে?


২ রা আশ্বিন, ১৪২৭,
ইং ১৯/০৯/২০২০,
শনিবার সকাল ৮:০৮। ১১৩৯, ২৪/০৯/২০২০।