মাতা পিতার আশীর্বাদে চলিতেছি,
একা একা এই ধরণীর পথে;
তাদের শক্তি দেবে মুক্তি,
এই দেহরূপি মন্ত্র মথিত রথে।


পথ নাই কাঁদি তাই,চেতনার অভাবে,
অন্তর চেতনার গুরু, ভাবিবে কবে?


প্রকৃত গুরুর লাগি ঘুরি মোরা দ্বারে দ্বারে,
চিনিতে পেরেছি কি আপনি আপনারে?


নিজেরে চিনিতে হবে, নিজেরে জানিতে হবে,
তবেই সেই মুক্তির পথ একদিন খুঁজে পাবে।


জীবন দর্শন ঐ জন্ম আর মৃত্যু ,
                            পরিনামে মোরা ভয় পাই;
পাড়ি দিতে এই অথৈ সাগর,
                              হালের মাঝি খুঁজি তাই।


যদি সাথে কেউ না থাকে,
                        একা একাই তো যেতে হবে;
নিজ ক্ষমতা আর সাহসের জোরে,
                        তুমি - ভয় পাও কেন তবে?


মাতা পিতা আসল গুরু,
             মোদের চিত্তের চেতনা যেথায় শুর;
ওঠো, জাগো, আপন ভাবনায়,
               তবেই ফুলেফুলে সবুজ হবে মরু।


২১শে আষাঢ়, ১৪২৬,
তাং ০৭/০৭/২০১৯,
রবিবার, বেলা ১১টা।   ৭৩১ তাং ১০/০৭/২০১৯।