যতদিন থাকবো বেঁচে,
মায়ের পরশ প্রানের মাঝে উঠবে নেচে।
মা ছাড়া এই জীবনটা যে
হারিয়ে যায় গভীর সাঁঝে।
মায়ের দেহ আমার দেহ
পার্থক্য নাই কোন কাজে।
নাড়ীর বাঁধন যায় না ছেড়া,
যেন সুক্তির মাঝে মুক্ত ঘেরা।
মা এর দাবি প্রাণের কাছে,
তাইতো সন্তান বেঁচে আছে।
মা ছাড়া সন্তান যারা,
হৃদয় বৃন্তে দেয় না নাড়া।
তারা জড়ো ছাড়া আর কিছু নয়,
এই সমাজ তাদের পায় যে ভয়।
তাইতো বলি-
মায়ের সন্তান ওঠো জাগো,
মায়ের পরশ সবাই মাগো।
ধন্য হবে মা ধরিত্রী,
ফুটবে আলো কেটে রাত্রি।
মায়ের সন্তান আমরা সবাই,
আত্মায় আত্মায় মিলবো যে তাই।
মা ছাড়া কে আপন কাছে,
তাইতো মাতৃদিবস আছে বেঁচে।


২৯ শে বৈশাখ,১৪২৬,
ইং ১৩/০৫/২০১৯,
সোমবার, বেলা 08:32।৬৯৭ তাং ১৩/০৫/২০১৯।