আমি বাংলায় আছি বাংলায় ভাসি বাংলায় কথা কই;
বাংলা আমার মায়ের ভাষা তাই চেতনায় বেঁচে রই।
পেয়েছি হেথায় কবি গুরু রবি, বঙ্কিম, মাইকেল, নজরুল;
হেথায় পেয়েছি জীবনানন্দ, অতুল, রজনী জসিমের মত কত ফুল।
সৌরভে সৌরভে ভরে গিয়েছে বাংলা মায়ের কোল,
ছড়ায়ে দিয়েছি বিশ্বজুড়ে সবার প্রিয় মাতৃভাষার বোল।
বাংলা ভাষা চেতনা দিয়েছে দিয়েছে মনে বল,
তাই আজিকে সকল মায়ের ভাষা উজ্জল উচ্ছল।


২রা বৈশাখ, ১৪২৬,
ইং ১৬/০৪/২০১৯,
মঙ্গলবার বেলা ১.৩৯মী:। ৬৯২ ৩০/০৪/২০১৯।