মায়ের সন্তান নয় যে ওরা,
              ওরা যে ভুঁইফোড়;
ওদের মৌলবাদে শিকর গাড়া,
             তাইতো এতো জোর।


মায়ের সন্তান মানুষ হয়,
            মানবতা তার আশ্রয়;
ওরা আদৌ মানুষই নয়,
            ঐ পশুরা দেয় প্রশ্রয়।


এই পশুদের কঠিন শাস্তি,
          সকল মানুষ আমরা চাই;
সুস্থ সমাজ গড়ে তুলতে,
  যেন-আইনের সহায় পাই সবাই।


বান ডাকুক বিপ্লব আসুক,
এই সমাজের মুক্তি ঘটুক,
      এ ছাড়া যে আর উপায় নাই,
মায়ের সন্তান দেব শিশু,
শত বাধায় হয় না পিছু,
      তাদের কাছে স্বর্গীয় সুখ চাই।


স্বর্গ নরক হেথায় আছে,
মানুষ তাই আজও বেঁচে,
         লড়াই করে পশুর সাথে;
তাই ডাকি মানুষরে ভাই,
সত্যের পথ না যেন হারাই,
        মায়ের শক্তি আছে মাথে।


১৮ই অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ০৫/১২/২০১৮,
বুধবার বেলা ৩টা। ৬৪৬ তাং ০৫/১২/২০১৮।