পিতার ঠিকানা যাহাই হউক,
         মায়ের ঠিকানা ঠিক;
মায়ের গর্ভে জন্ম লভিয়া,
          চিনেছি সঠিক দিক।


মায়ের ভাষায় ভাষা শিখিলাম,
          বলিতে শিখিলাম কথা;
লিখিতে শিখিলাম মায়ের ভাষা,
           বুঝিলাম মায়ের ব্যথা।


ভালো-মন্দ শিখিলাম মোরা,
               মায়ের কোলেতে বসি;
মায়ের কাছে আমরা ছিলাম,
                    আকাশের ঐ শশী।


মা ছাড়া সন্তানের ব্যথা,
                    বোঝেনা তো কেউ;
মাতৃ হারা সন্তান যেন,
                          কুল ভাঙ্গা ঢেউ।


স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে
                        বড়টি করেছে মা;
বড় হয়ে মায়ের ভালোবাসা,
                     আমরা বুঝলাম না।


সন্তানের কাছে কেন্দ্রবিন্দু,
                      মা-ই তো তার সব;
কঠিন দিনে স্নেহ ভালোবাসা
                        অন্তরে তোলে রব।


দুঃখ পেলে চলার পথে,
                     ডাকি মোরা ঐ মাকে,
মা-ই পারে ভুলাতে ব্যথা,
                    মোদের কঠিন শোকে।


মা-ই ধর্ম মা-ই কর্ম,
                  মা-ই সবার ভালোবাসা;
মা-ই দেবতা, মা-ই স্বর্গ
                   মা ছাড়া সবই সর্বনাশা।
  
১৮ ই পৌষ, ১৪২৬,
ইং ০৪/০১/২০২০,
শনিবার, বেলা ২টা। ৮৭৮, ০৭/০১/২০২০।