মেঘ কাটবে সূর্য উঠবে শুধুই সময়ের অপেক্ষায়;
আমরা ক্ষুদ্র প্রাণী ডুবে থাকি ক্ষুদ্র ভাবনায়।
প্রকৃতি দেখো, নিজে শেখো, আপন চেতনায়,
মেঘ কাটবে সূর্য উঠবে শুধুই সময়ের অপেক্ষায়।
আঁধার যাবে আলো ফুটবে প্রকৃতির ইশারায়,
দু:খের পরে সুখ আসে স্বভাবতই ক্রমপর্যায়;
মেঘ কাটবে সূর্য উঠবে শুধুই সময়ের অপেক্ষায়;
আমরা ক্ষুদ্র প্রাণী ডুবে থাকি ক্ষুদ্র ভাবনায়।

২৩শে  অগ্রহায়ণ, ১৪২৮
ইং ১০/১২/২৯২১,
শুক্রবার সকাল ১০:৩৪। ১৫২৭, ১১/১২/২০২১।