সব শুনেছি, ভাবী এখন অনেক কথা,
কে বুঝবে বৃদ্ধ-বৃদ্ধার মনের ব্যথা?
লালন পালন করল কত ভবিষ্যতের স্বপ্ন দেখে,
একে একে চলে যায় পাখা মেলে উড়তে শিখে ।
কি প্রয়োজন সন্তানদের এই জগতে?
সন্তানহীন থাকাই ভালো আমার মতে।
মোহ জালে বাঁধা পড়ে কি লাভ মোদের?
শুধুই সন্তান বলে সকল সুযোগ দেব ওদেব?
মা-বাবার শর্ত হল সন্তানদের বড়  করা,
তাদের দায় বড় হয়ে মা বাবার হাত ধরা,
দায় পূরণে ব্যর্থ হলে তারাও ভুগবে
শেষ বয়সে,
মা বাবার কষ্ট পাওয়ার অভিশাপ টা লাগবে শেষে।
জগৎটাই যে দেওয়া পাওয়ার তীর্থভূমি,
পাওয়ায় যে আনন্দ আছে, দেওয়ায় ও সুখ পাবে তুমি।
শূন্য হাতে জন্ম নিয়ে কত ধন করলে জড়ো,
জগত তোমায় দেখল বন্ধু হয়েছো কত বড়।
দিনের শেষে সন্ধ্যা এলে সাজ বেলাতে যাবে চলে,
যাবার সময় শূন্য হাতে যেতে হবে, সেই কথা যে সবাই বলে।
তাই মানুষ হয়ে জন্ম নিয়ে মনুষ্য বোধ হোক না বড়,
সবার মাঝে সকল কাজে  চিত্তে চেতন শক্তি ধরো।


২৬ শে চৈত্র, ১৪২৫,
ইং ১০/০৪/২০১৯,
বুধবার, সকাল ৯টা। ৬৯০ তাং ১০/০৪/২০১৯।