পৌষ পার্বণের পিঠা খেতে বসে
আনন্দে নাচে মন;
রক্তে শর্করা ভয় আনে মনে
পেলাম এ কোন ধন?


শুনে তাই আজ আনন্দ পাই
লালসায় তাহা নয়;
প্রাণের কথা ওই প্রাণেই থাকুক
থাকবে না আর ভয়।


আসামে বলে ভোগাল বিহু
বাঙালির পৌষ পার্বণ
দক্ষিণ ভারতে পোঙ্গাল বলে
শুনি ভাষার অনুরণ।


নানান রূপে নানান ভাবে
পালন করে মানুষ;
দেখি ওই নানান কৌশল
থাকেনা মানুষের হুস।


মানুষ আমরা এটাই প্রমাণ
ভাষা বড় কথা নয়;
আত্ময় আত্মায় মানুষের মিলন
এটাই মানবের বড় জয়।


একিসূত্রে আমরা মানুষ বাঁধা
হতে পারে ভাষা ভিন্ন;
বৃক্ষের মূল একটাই জানি
কে করিবে তারে ছিন্ন?


২৯শে পৌষ, ১৪২৯,
ইং ১৪/০১/২০২৩
শনিবার বিকেল ৫:২২। ১৮৯২, ১৯/০১/২০২৩।