মিলন মেলায় এসেছি হেথায়
মিলিতে সবার সাথে;
কঠিন দুঃখ হলেও এটাই সত্য
পারিনা চলিতে পথে।


হবে কিনা দেখা আর কোনদিন
জানিনা কোথায় রব;
সূর্য উঠিবে ওই সন্ধ্যা নামিবে
থাকিব স্মরণে তব।


ছোট্ট সময়ের এই পরিচয় বন্ধু
রইবে হৃদয় জুড়ে;
যেথায় থাকি আর যেমন থাকি
স্মৃতিতে আসিবে ঘুরে।


শৈশব কৈশোর যৌবন ছেড়ে
বৃদ্ধতে এসে দাঁড়ায়ে;
অস্তবেলায় ঐ রঙিন আলোয়
একদিন যাব হারায়ে।


পাবে না খুঁজে আর কোনদিন
এটাই সত্য সুন্দর;
ভালো কাজ যারা করবেন বন্ধু
হবেন স্বর্গীয় পুরন্দর।


সবার জন্য রইলো আমার
শ্রদ্ধা আর ভালোবাসা;
ভালো থাকবেন সুস্থ থাকবেন
এটাই আমার আশা।


২৮শে পৌষ,১৪২৯,
ইং  ১৩/০১/২০২৩,
শুক্রবার রাত ১১:৩৩। ১৮৯০, ১৭/০১/২০২৩।