ওই রাজনীতি কাকে বলে?
রাজায় রাজায় যুদ্ধ চলে।
আমরা যারা জনগণ
ওই যুদ্ধেতে দেই না মন।


ওদের কোপে ওদের তাপে
আমাদের পরান যায় পথে-ঘাটে।
আমরা ওদের বলির পাঠা
যেমন ইচ্ছা তেমন কাটা।


এমনিই চলবে সারা জীবন
চেতনায় যদি না ফেরে মন।
বাম ডান আর মধ্যপন্থী
চাই না বুঝতে থাকে ভ্রান্তি।


ভ্রান্তির শ্রান্তি আনে ক্লান্তি
কেমনে পাবো মনের শান্তি?
শুক্তির মাঝে মুক্তি খুঁজি
নাই যে আমার তেমন পুঁজি।


তাই ন্যায়-অন্যায় সরিয়ে নিয়ে
বাঁচতে চাই গা ভাসিয়ে দিয়ে।
মিথ্যা থাকুক মিথ্যার কাছে
সত্য একদিন আসবে পিছে।


সেদিন বুঝি আর দূরে নাই
অধঃপতনের মাঝে সাড়া পাই।
পাপের বোঝায় ভরলো তরী
ডুবতে কেন আজ এতো দেরি?


আঁধার ক্রমে ধরছে ঘিরে
আসতে হবে আলোয় ফিরে।
সত্যের পথই ওই সঠিক পথ
হবে জানতে সেই আসল মত।


মিলবে মুক্তি তবেই জেনো
আর অপেক্ষাতে থাকব কেন?
এবার সুসংহত হতেই হবে
মুক্তি স্বাদ মিলবে তবে।।


৬ই বৈশাখ, ১৪৩১,
ইং ১৯/০৪/২০২৪,
শুক্রবার বেলা ১১:৪২।২৩৪৪,২১/৯, ২০/০৪/২০২৪।