খুলিয়া হৃদয় দ্বার, দেখো যদি তুমি,
দেখিতে পাইবে তারে, প্রেমময় স্বামী।
প্রেম ছাড়া ভালোবাসা, দুঃখের আঁধার,
দুঃখেই জীবন কাটে, অশ্রুতে তাহার।
পুরুষ প্রকৃতি দেখো, আছে মিলেমিশে,
সুখে-দুখে একসাথে, তারা শুধু হাসে।
মিলনের সেই তান, শুনিবেনা কোথা,
আফসোস বুকে বাজে, জীবনের ব্যথা।


বসন্তের বায়ু বহে, দক্ষিনা মলয়,
গাছে গাছে ফুল ফোটে, সবুজ ধরায়।
কোকিলের ডাক শুনে, জেগে ওঠে প্রাণ,
সুগন্ধি ফুলের ওই, পাই যেন ঘ্রাণ।
প্রিয়ারে হারাই আমি, এই শুভদিনে,
বাঁধিতে পারিনি আমি, প্রেমময় ঋণে।


২৮ শে আশ্বিন,১৪২৭,
ইং ১৬/২০/২০২০,
শুক্রবার বেলা ১২টা। ১১৬২, ১৭/১০/২০২০