গরু বাঁচলে মরু বাঁচবে,
মানুষরা সব ধ্বংস হবে,
             রাজার মতিগতি তাই;
সন্ন্যাস ব্রত নিয়ে সবে,
ঐ মরুভূমি ধ্যানস্থ  হবে,
             সবুজের প্রয়োজন নাই।


গল্পের গরু গাছে  ওঠে,
রাজার মুখে খই ফোটে,
               রাম রাম করে সবাই;
মসজিদ গির্জা ধ্বংস করে,
রাম মন্দির নেবে গড়ে,
             রামময় জগৎ হবে তাই।


আধার যখন আসে নেমে,
ভাবনা, চিন্তা যায় থেমে,
        বিপদ এসে সম্মুখে দাঁড়ায়;
গরু রাজের বিভেদ দেখে,
মানুষ যদি কিছু শেখে,
        ভবিষ্যতের থাকবে না ভয়।


মৌল ভাবনা ছড়িয়ে দিয়ে,
মানুষ মানুষের বিভেদ নিয়ে,
               গরুর রাজা পন্থী গড়ে ;
মৌলবাদের নিশান নিয়ে,
পন্থী ঘোরে দ্বারে দ্বারে,
         রাজা থাকে নিজের ঘোরে।


মনুষ্য বোধ মানব আত্মা,
অশান্তিতে শান্তির ত্রাতা,
             ধরার পরে ঐক্য ছড়ায়;
অন্ধকারে আলোর ধারা,
আনছে বয়ে শান্তি তারা,
              ধর্মে বর্ণে মিলন ঘটায়।


২০ শে অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ০৬/১২/২০১৮,
বৃহস্পতিবার,
রাত 11:55,