মনের ঘোড়া চলছে ছুটে
বাঁধন মানে না;
কখনো সে আস্তে চলে,
ভাবতে পারি না।


ঘোড়ার জিন কোথায় বাঁধা,
আমরা বুঝিনা;
যখন যেমন ছুটতে বলে,
হোঁচট খায় না।


জোয়ার ভাটার এইযে খেলা,
চলছে অবিরত
কখন নাচে কখন থামে,
উর্মিমালার মত।


আসল নকল খেলার ফাঁকে,
আমরা চলি পথে,
পথের মাঝে ছড়িয়ে থাকে,
দেখি নানা মতে।


মতকে যদি অস্ত্র করি,
ধর্মের বাঁধন যাবে ছাড়ি
       শেষ হবে বৈষম্যের পথ;
ধর্ম বর্ণ ছাড়া মানুষ
ফিরবে তাদের মানবতার হুশ,
  
তবেই-
প্রাণের সাথে মিশবে প্রাণের রথ।


২৩ শেষ মাঘ,১৪২৬,
ইং ০৭/০২/২০২০,
শুক্রবার দুপুর ১২টা। ৯২৭, ২৫/০২/২০২০।