পথের দূরত্ব, দূরত্ব নয়,
     দূরত্ব হয় ঐ মনের;
নীরবতা দূরত্ব বাড়ায়,
    ভুল যদি হয় ক্ষনের।


যত দূরেই থাকি না কেন,
    তাহা নয়তো অতি দূর;
মনের গতি হয় যে দ্রুতি,
  ক্ষনিকেই পৌছায় অন্তপুর।


মন যদি চায় কাছে তোমায়,
   করবে না সে দেরী;
শত-সহস্র যোজন পাড়ি দেবে,
   তোমায় একটুখানি স্মরি।


২রা বৈশাখ, ১৪২৫,
ইং ১৬/০৪/২০১৮,
সোমবার, সকাল ৮.৩০মিঃ । বি,কে, ৪৪৪ ।