ওগো অপরূপা পূর্ণিমার চাঁদ,
       আজ সেই পুণ্য তিথি;
যেদিন মোর প্রিয়ার তরে,
    সেজেছিল প্রকৃতির বনবীথি।


আমার প্রাণে ভাসে আজও,
        সেই স্বপ্ন-মধুর স্মৃতি;
তোমার কি স্মরণে নাই?
       ভুলিয়ে দিয়েছে বিস্মৃতি!


ভুলি নাই, ভুলি নাই,
            প্রিয়ারে আমার!
আমার হৃদ আকাশে,
            সে চাঁদ পূর্ণিমার।


তুমি তো হারায়ে যাও,
           পক্ষ কাল পরে;
মোর প্রিয়া জেগে থাকে,
           দিবা নিশি ধরে।


তুমি সুন্দরী অপরূপা,
           বলে যে সবাই;
প্রিয়ার রূপের তুলনা,
            জগতে যে নাই।


১৭ই শ্রাবণ, ১৪০০,
ইং ০২/০৮/১৯৯৪,
সোমবার,শিলবারি,আসাম। 600 dtd 03/10/2018.