যৌথ পরিবার ভেঙ্গে ক্ষুদ্র হল
        ছড়িয়ে-ছিটিয়ে সবাই;
পুনর্মিলনের প্রয়োজন আছে
        সেই কথাটুকুই ভাবাই।

মৃত্যুভোজ শুধুই উপলক্ষ্য মাত্র
   বুঝুক আপনজনেরা সবাই;
দিনক্ষণ মেপে মৃত্যু আসে না
       বড় কঠিন সত্য এটাই।

অহংবোধ আর দম্ভকে ধরে
      কতদিন রবো মোরা;
জন্মের পরে ওই মৃত্যু হবেই
       দিক প্রাণে তাই নাড়া।

ভাবনায় আসুক চেতনা সবার
        যাক কেটে মেঘ কালো;
ওই নির্মল আলো হৃদয় পড়ুক
      মানুষগুলো হোক ভালো।
        
একটা ভয়ই মানুষের আছে
      আর সেটাই মৃত্যু ভয়;
জাগুক চিত্ত জাগুক চেতন
    ভালোবাসার হউক জয়।

১৩ ই পৌষ,  ১৪২৮,
ইং ২৯/১২/২০২১,
বুধবার রাত, ১১:৩৮। ১৫৪৬, ৩০/১২/২০২১।