ওই জ্ঞান যেথা মুক্ত বন্ধু
মুক্ত হৃদয় দার;
কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক
নিয়েছে সেই ভার।

কৃত্তিম বুদ্ধিমত্তা ধনীর হাতে
এতদিন ছিল বন্দী;
ডিপসিক ভেঙে দিল সব বাধা
না করে কোন সন্ধী।

কৃত্রিম মেধার সেই সুফলটা
এবার বিশ্বজুড়ে পাবে;
জ্ঞানের সীমা ছড়িয়ে দিয়ে
কৃত্রিম মেধা আপন হয়ে রবে।

কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে
মোটেই সময় লাগবেনা;
তাই তাড়াতাড়ি সফল হবে
জানতে অজানা ভাবনা।

পারবে জানতে সব রহস্য
কিছুই গোপন থাকবে না
ডিপসিক তাই প্রাণের বন্ধু
মনে হবে আপন চেতনা।

২৪শে মাঘ, ১৪৩১,
ইং ০৭/০২/২০২৫,
শুক্রবার সকাল ১০৫৯। ২৬৪০,
  ২৪/১৩৯, ১০/০২/২০২৫।