শাড়িতে ঢাকতে চাই করিতে লজ্জা নিবারণ,
পশুদের লোলুপ দৃষ্টি ওই তাদের কঠিন মনন।
হিংসা দ্বেষ ছড়ায়েছে  ব্যাসের কঠিন লেখনি,
কাব্যগ্রন্থ আজ দিয়েছে মানুষকে ধর্মের বাঁধনী।
কল্পনার চরিত্রগুলো বাস্তব আজ মৌলবাদে,
তাই নিয়ে রাজনীতি, বুঝি তাই প্রেমহীন রাধে।
শাসন-শোষণ চলে, পাড়ে যে ধর্মের দোহাই,
জাত ধর্মে হানাহানি মোরা মুক্তি কোথা পাই?
ত্রেতা যুগের রামচন্দ্র, এই কলিযুগে শ্যাম,
আজও বসে সিংহাসনে ধন্য কাব্যিক নাম।
দ্বাপরের পঞ্চপান্ডব আর কুরু, কৃষ্ণের দল,
কলিকে বানালো কুরুক্ষেত্র করে টলমল।
নামাবলি গায়ে দিয়ে কলিযুগে পাপ মুক্তি চায়,
বন, জঙ্গল ছেড়ে তারা বসে আজ ক্ষমতায়।
বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে,
মানবতা, মনুষ্যবোধ, সে কথাই আজও বলে।
মুক্তি চাই যুক্তি বলে, নয়তো বা বাহু বলে,
না হলে মনুষ্যত্ব হারিয়ে যাবে অতল তলে।


২৫শে আষাঢ়, ১৪২৬,
ইং ১১/০৭/২০১৯,
বৃহস্পতিবার বেলা ৪টা। ৭৩৩ তাং ১২/০৭/২০১৯।