করে সুন্দর ভাবনার প্রকাশ,
নান্দনিকতার ঘটে বিকাশ।
খানিক সত্য হয়তো মানি
আছে পিছে অনেক গ্লানি।
দিনের আলোয় আঁধার নামে
জীবন বিকায় মূল্য দামে।
দেখি বিশ্বসভায় হয় কেনাবেচা
আধুনিক সভ্যতার রোজ-নামচা।
ক্ষমতা দখলের কঠিন লড়াই
আমরা রাখবো ধরে কেমনে বড়াই?
আজও অন্ধকারে আলো খুঁজি
দিনের আলোয় মেলেনা রুজি।
বেকার কি আর সকার হবে,
আর দিনের আলো আলোই রবে?
ভূত-ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানে
এই জীবনের পাইনা খুঁজে মানে।
জানি আগুনে পুড়ে সোনা হয় খাঁটি
আমরা জীবন থেকে মূল্যবোধ ছাঁটি।
দেখি সত্যের নামে মিথ্যাচার
উপায় নাই আর মোদের বাঁচার।
বেকারদের মনে জমছে মেঘ
পাবে কি আর ঝড়ের বেগ?
উড়িয়ে দিয়ে সকল নোংরা জঞ্জাল
আসবে কি সেই নির্মল সকাল?

১৭ ই অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ০৪-১২-২০২১,
শনিবার বিকেল ১০:৩৪। ১৫২৮, ১২/১২/২০২১।