ভালবাসা- আমি ভাল বাসিয়াছি,
        তবু ঘৃনাকে লয়েছি টেনে বুকে;
সুখের লাগিয়া পথে পথে ঘুরি,
         তাই আমি আছি বড় দুঃখে।  


হারায়েও আমি হারাইনি আজও,
             হারায়ে যে কত সুখ;
যবে সীমার মাঝে অসীমকে পাই,
             ভুলে যাই সব দুখ।


বাতায়নে বসি দেখি আকাশের শশী,
        ও কাঁহারে খুঁজিয়া বেড়ায়?
খুঁজিতে খুঁজিতে কভু দেখে চকিতে,
      সোনার হরিণী পেয়েও হারায়।


হৃদয় আকাশে আমি ও দেখি তাই,  
ক্ষণদ্যুতিতে তাঁরে দেখেও হারাই।


ধরি ধরি করি, তাঁরে ধরিতে না পারি,
     কভু কাছে আসে,
     কভু অসীমে ভাসে,
কভু সোনার হরিণী আঁধারে মিলায়ে যায়।


না পাওয়ার ব্যথা জীবনের গাঁথা,
              চিরদিন রয়ে যাবে;
প্রকৃত প্রেম সে যে হারানো হেম,
            পাওয়ার আশায় রবে।


.১৮ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ০২/০৬/২০১৮,
শনিবার, ভোর ৭.১২ মিঃ। 499 dtd 13/06/18.