যৌবনে নবীন যদি না হয় প্রবীণ,
             কেমনে দানীবে আলো?
ধৈর্যের বাঁধন আর শৌর্যের সাধন,
              সবার করিবে ভালো।


ভাবনার আঁধার না কাটিলে সবার,
              কেমনে বিভেদ যাবে?
দেখিয়া জগৎ সবাই শিখিবে নগদ,
              জ্ঞানের উন্মেষ হবে।


প্রকৃতি সবারে ভাকবাসে নির্বিচারে,
              দেখেনা সাদা কালো;
কেন তবে মোরা সাম্য-সমাজ হারা,
              নিজেকেই বাসি ভালো।


নীরব পাথর যন্ত্রনায় কাতর,
              বুঝিতে পারে না কিছু;
সুখ দুঃখ সম, প্রাণ বায়ু মম,
              করেনা তো মাথা নীচু।


যন্ত্রণার জ্বালা হয়ে ফুল মালা,
              জড়ায়ে রেখেছে প্রাণ;
শান্তির ধারা হেথা আনিবে যারা,
              তাঁরাই করিবে ত্রাণ।


এবার প্রভাতের রবি উঠুক জাগি,
             তাঁর সর্ব শক্তি নিয়ে;
রাতের আঁধারে থাকবেনা বাঁধা রে,
             শেষ হউক জয় দিয়ে।


১৫ই শ্রাবণ, ১৪২৫,
ইং ০১/০৮/২০১৮,
বুধবার, ভোর ৫.৫০মিঃ। ৫৪৪ তাং ০২/০৮/২০১৮।