নানা  রূপে নানা কথা,
             বলে যে মানুষ;
বলিতে বলিতে কথা,
           থাকে না যে হুস।


ভোট এলে প্রতিশ্রুতি,
             দেয় কত লোক;
পেলে স্বপ্নের  সিংহাসন,
      দেখায়-নাপারার শোক।


গোপনে পকেট ভরে,
           দেখে না তো কেউ;
কুঁড়েঘর হয় ফাইভষ্টার,
   বিরোধীরা হয়ে যায় ফেউ।


ভাল লোকের বড় অভাব,
             এই জগৎ সংসারে;
সঠিক কথা কজন বলে,
              এই মানুষের ভীড়ে।


সকালে যে কথা বলে,
                বিকালে তা না;
সাঁঝের বেলায় চোখে জল,
                ডাকে শুধু মা।


২৫শে ভাদ্র, ১৪২৫,
ইং ১১/০৯/২০১৮,
মঙ্গলবার, রাত ১১.৫০মিঃ। ৫৭৯ তাং ১১/০৯/২০১৮।