ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে
মানুষের দলাদলি;
তাহা থেকে সমাজের মানুষ
মতবাদের বলি।


ধর্ম বলো, রাজনীতি বলো,
সবার একই ধারা;
আপনজনদের দূরে ঠেলে
সুখী আছে কারা?


আমরা নিত্য দেখি হানাহানি
রক্ত ঝরে পথে;
আস্থা কেমনে রাখে মানুষ
এমন মতবাদে?


ভেক ধর্মগুরু ক্ষমতা লোভী
শুধুই সুযোগ চায়?
থাকেন  তাঁহারা রাজার মত
পরঅর্থ করে ব্যয়।


মানুষে মানুষে বিভেদ আনে
বিষ মন্ত্র ঢেলে;
সেই বিষের থলি বুকে করে
মানুষ পথে চলে।


ভাইয়ে ভাইয়ে বিভেদে এনে
ছিন্নভিন্ন করে;
কেউ হিন্দু কেউ মুসলিম হয়ে
বিষের জ্বালায় মরে।


ওই বহুরূপীর রূপে পাগল
সাম্যের পথে বিভেদ;
কেমনে ভালো থাকবে মানুষ
হারায়ে প্রতীক সফেদ।


কালি ঝুলি মুখে মেখে
একোন রূপ তাঁদের?
যায়না চেনা সব অজানা
ওরা নানান মতবাদের।


হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
ডান বায়ের কথা;
আগুন দিয়ে আগুন নেভায়
বুঝেনা কেউ ব্যথা।


২রা মাঘ, ১৪২৯,
ইং ১৭/০১/২০২৩,
মঙ্গলবার সকাল ৮:৫৪। ১৮৯১,১৮/০১/২০২৩।