বাইশ যাবে দুদিন পরে স্মৃতির  ঘরে
নতুন তেইশ কেমন হবে তারপরে?
সেই আশায় আশায় থাকব আমরা
ভাবি থাকবে না আর সুখের খরা।


ওই অতীতের দুর্বৃত্তদের সাথে নিয়ে
শুরু করতে হবে স্বপ্ন নিয়ে।
হয়তো সেই স্বপ্ন স্বপ্নই রবে
সুখের ভাবনা পূর্ণ হয়েছে কবে?


তবু আশা নিয়ে আলোয় সাজাই
আর দলে দলে আমরা ঝাঁপাই।
মন আনন্দে আনন্দে ভরে দিয়ে
থাকবো  বুকে কত ভরসা নিয়ে।


স্বার্থপর ওই অতীতের সব দুর্বৃত্তরা
হয়তো দেখবো ভরবে তাঁদের ভরা।
সেই যেমন খরা তেমন থাকবে
সুখ হারিয়ে যাবে নতুন বাঁকে।


সঙ্গী সাথী কি সব ভালো হয়?
তাই নতুন পথে থাকবে ভয়।
প্রশ্নের মুখে ওই থাকব আমরা
গুনগুন করবে প্রানের ভোমরা।


এমনি করেই তেইশ চলে যাবে
নতুন আশায় আবার বুক বাঁধবে।
সুখ-দুঃখের এই প্রকৃতির ধারা
ওই ছুটবে পথে কালের ঘোড়া।


৪ঠা পৌষ, ১৪২৯,
ইং ২০/১২/২০২২,
মঙ্গলবার সকাল ৯:৩৬। ১৮৬৭, ২৫-১২-২০২২।