নূতন দিন, নতুন সুযোগ,
আর নতুন দৃষ্টিকোণ;
ভাবতে হবে বুঝতে হবে
করো না অস্থির মন।


ভালো কিছু হতেই পারে
জানিনা আমরা কেউ;
চেষ্টা থাকুক মনে প্রাণে
সার্থক হউক ঢেউ।


সুখ, অসুখ, কোনটা আসবে
বলতে পারে কে?
সুখের জন্য আমরা ভাবি
এটাই গ্রহণীয় যে।


যদি শুধুই দুঃখ আসে
কি করবে তুমি?
সবটাই যে ওই কর্মফল
নয় মূল্যহীন, দামি।


দুঃখের পরে আসবে সুখ
হয়তো ক্ষণিক তরে;
প্রাণভরে ভোগ করে নিও
যে যতটুকু পারে।


পাওয়ার আশায় বসে থাকা
এটাই বড় সুখ;
পাওয়ার পরে আসতে থাকে
শুধু কেবল দুখ।


২৮ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৫/১১/২০২২,
মঙ্গলবার বেলা ১০:৫২। ১৮৩২, ২০/১১/২০২২।