এসে ইংরেজি বছরের শেষে
আজ বন্ধুদের পড়ে মনে;
জানুয়ারি হতে এই ডিসেম্বরে
বারে বারে ক্ষণে ক্ষণে।

আমরা আজ রাত বারোটার পরে
একুশ ছেড়ে বাইশে দেব পা;
প্রিয় সকল বন্ধুদের জানাই আমার
প্রাণভরা হার্দিক শুভেচ্ছা।

ভালো থেকো সবাই আপনদের নিয়ে
এটাই আমার একান্ত কামনা;
নতুন বছর, নতুন ভাবনা, শুভ হোক সবার
দূর হোক সবার মনের যাতনা।

শুধু ভালোবাসা দিয়ে জড়াজড়ি করে
থাকিব সবাই হাতে হাত ধরে;
দুঃখ কষ্ট করি মোরা জয়
এই ধরাকে গড়িব সুন্দর করে।

এই ছোট্ট জীবনে ছোট ছোট আশা
স্নেহের পরশে পাবে ভালোবাসা;
হৃদয়ের টানে আর প্রাণখোলা গানে
পূর্ণ হোক সবার প্রত্যাশা।

পরিশেষে জানাই সবারে আমার
প্রাণ ভরা ভালোবাসা।

১৫ ই পৌষ, ১৪২৮,
ইং ৩১/১২২০২১,
শুক্রবার বেলা ১১:৪২। ১৫৪৭, ৩১/১২/২০২১।