জীবনের কথা জীবনের ভাষা,
বুকে নিয়ে আশা
আমরা কাঁদি;
তাহা শুনিবে না কেউ
বুকে লাগে ঢেউ
নেমেছে আঁধি।


জরাজীর্ণ মন মানসিকতা,
লাগেনা তো ব্যথা
আছে ভালো;
ব্যক্তি স্বার্থে ডুবে অন্ধকারে,
ওরা খোঁজেনা আলো
আগুন জ্বালো।


হউক ধ্বংস অশুভ শক্তি
সবার মিলিবে মুক্তি
এটাই যুক্তি;
কেন তবে আর অপেক্ষায়
চেতনা আসুক শিক্ষায়
ছড়াক দীপ্তি।


নতুন চেতনা, নতুন ভাবনা,
ওই মুষ্টিবদ্ধ হাত
আমরা একসাথ;
এই লড়াই জীবনের লড়াই,
হাতে হাত বাড়াই,
কেটে যাবে রাত।


সবাই আয় ছুটে আয়
আর দেরি নয়
ঐ ডেকেছে বান;
জঞ্জাল সবই ভাষাতে হবে,
কেন অপেক্ষা তবে?
মারো জোরে টান।


২৭ শে আষাঢ়,১৪২৮,
ইং ১২/০৭/২০২১,
সোমবার বেলা ১২:৩৬। ১৩৭৬,  ১৩/০৭/২০২১।