মা রয়েছে রক্তে মিশে,
আর রয়েছে দীর্ঘশ্বাসে,
             সেই জন্মক্ষন হতে;
চাওয়া পাওয়ার মা,
দেওয়া নেওয়ার মা,
          মা রয়েছে সবার সাথে।


মা দিয়েছে জীবন মোদের,
নাই তো উপায় তাহা শোধের,
         তবু বলি কিছুই দিল না;
পেতে পেতে শুধুই পাওয়ার কথা,
বুঝি নাই তো সেই মায়ের ব্যথা,
          তবু ডাকি উচ্চস্বরে মা।


সব দিল মা নিঃস্ব হয়ে,
সন্তানের ওই দুঃখের ভয়ে,
     নিজের সন্তান তাও বুঝলো না;
ভাবছিস কত কথা অভিমানে,
আবার ডাকবি শেষের দিনে,
    মুখে শুনবো সেই জন্মক্ষনের মা।


১৬ই ফাল্গুন, ১৪২৪,
১লা মার্চ, ২০১৮,
বৃহস্পতিবার, সকাল ৭টা। 486 dtd 30/05/18.