কেউ বোঝেনা আমার হাসি,
রাত পোহালেই হবে বাসি।


বুঝবেনা কেউ অন্তর জ্বালা,
আমি ছিলাম, আমি আছি,
দুঃখ নিয়ে আমি বাঁচি।


কত বিষ হজম করলাম,
সেই বিষে নীল হলাম,
নীল কন্ঠের নামে।


নীল কি কভু সাদা হবে?
আমার ব্যথা মিলিয়ে যাবে,
আনন্দেতে ভুলিয়ে দেবে প্রাণ?
দুঃখের দিনের ব্যথা ভুলে,
উঠবে হৃদয় আবার দুলে,
অন্তরেতে বাজবে মধুর গান?  


১৭ই চৈত্র, ১৪২৪,
ইং ০১/০৪/২০১৮,
রবিবার, বেলা ১০টা।  ৫১৮ তাং ০২/০৭/২০১৮।