বেঁচে থাকতে গেলে সবার
কষ্ট করতে হয়;
আর শ্রম ছাড়া যারা বাঁচে
তাদের ধান্দাবাজ কয়।

স্কুল-কলেজে না পড়ে
যারা ডিগ্রি পায়;
শাসকই তাদের চাকরির
ব্যবস্থা করে দেয়।

এমন সরকার থাকলে পরে
দেশ কি বাঁচতে পারে?
ধ্বংসের শ্বাস লাগবে এসে
ওই জনগণের ঘাড়ে।

পয়সার লোভ ক্ষমতার লোভ
সেই লোভে একাকার;
কষ্টের পয়সায় ফ্ল্যাট কিনে
ভাঙছে ঘর তার।

১০ই মাঘ, ১৪৩১,
ইং ২৪/০১/২০২৫,
শুক্রবার বিকেল ৫:২১। ২৬২৭, ২৪/১০০,
২৭/০১/২০২৫।