আজ যারা বলছে ভাল আছি,
তাঁরা কাল কি ভাল থাকবে না?
আজ প্রভাতে আলোয় ঝলমল,
কে বলে-কাল মেঘে ঢাকবে না?
আমার তোমার চাওয়া পাওয়া,
কোন কালেই মিটবে না;
এই পরম সত্য নিত্য দেখি,
অনিত্যের সেই ভেলকিবাজি,
মানুষ আজও তাহা বুঝলো না?
আজ যে আছে আমার কাছে,
কাল তো সে থাকবে না,
আমি-ই হয়তো যাব চলে,
কেউ আমায় খুঁজে পাবে না।
এমন সঠিক মোদের শিক্ষা গুরু,
সেই জন্ম থেকে যাহার শুরু,
তবু শিখতে কিছুই পারলাম না।
যাহা মনে মনে ভাবছি আজ,
কালকে ভাবছি ভুলব না;
কালের গতি এলে পরেই,
আর কিছুই মনে থাকবে না।
জীবনে প্রতিদিনের প্রয়োজনে,
সেই নতুন নতুন আয়োজনে,
মনের মাঝে নতুন ভাবনা পাই;
চাওয়া পাওয়ার খেলা ঘরে,
শুধুই সুখের কথা মনে পরে,
দুঃখই বারে বারে এসে লয় ঠাই।
নিত্য আসা, নিত্য যাওয়া,
নতুন নতুন ভাবনা ভাবা,
এই জীবন সুখের তরে;
দুঃখ হাসে, সুখ নাশে,
অন্তর জ্বালা মনে ভাসে,
জন্মের পরে মৃত্যুটাকে ধরে।
১৪ই আষাঢ়, ১৪২৫,
ইং ২৯/০৬/২০১৮,
শুক্রবার, সকাল ৭.০৫মিঃ। ৫১৫ তাং ২৯/০৬/১৮।