অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে
যেন কেউ না করে ভুল;
ব্যক্তি স্বার্থের ক্ষমতার লোভে
না তুলে ফেলে ন্যায়ের মূল।


ওই তাড়াহুড়ার নাই প্রয়োজন
সবই করতে হবে ধীরে;
বিবেক বুদ্ধি আর যুক্তি তর্ক
সেই ন্যায়কে রাখে ঘিরে।


কিছু অন্যায়ের বিচার হবে
উন্মুক্ত জনগণের মাঝে;
কিছু অন্যায় রুদ্ধদ্বার কক্ষে
লাগে সমাজের কাজে।


সুস্থ রাখতে এই সমাজ
এবং সুদূর ভবিষ্যৎ
কঠোর শাস্তি দিতে হবে
এটা চিকিৎসকের মত।


দেহের এক অঙ্গ কেটে ফেলে
অন্য সকল অঙ্গ বাঁচায়;
তা না হলে ওই সর্বঙ্গ নষ্ট হবে
প্রাণ থাকবে না খাঁচায়।


মানুষের মধ্যে পাশবিক শক্তি
আছে সবাই জানি;
সেই পশু শক্তির হার মানাতে
প্রয়োজন কঠিন শাস্তি মানি।


এটাই হোক শান্তি স্বস্ত্যয়ন
ওই অন্যায়ের জন্য;
দেশের মানুষ ধন্য হবে
করবে তাহা মান্য।


৭ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৫/০৮/২০২৩,
শুক্রবার রাত ১১:৪২।য২১০৮, ১৯/২৭,২৬/০৮/২০২৩