শেখায় জগত হাতে করে
চোখের সামনে বস্তু ধরে;
সকাল হলেই সন্ধ্যা হবে
জন্মের পরে নয় মৃত্যু দূরে।


অনন্ত প্রকৃতির এই খেলাঘরে
মানুষ কতটুকু শিখিতে পারে?
অগাধ এই জ্ঞানের ভান্ডার
যায় দৃষ্টি ওই কতটুকু তার?


কুয়ার মধ্যে থেকে থেকে
দৃষ্টি সবার যায় হারিয়ে;
সমুদ্রটা যে অনেক বড়
কুয়ার সাথে ফেলি গুলিয়ে।


ছোট্ট জীবন দীর্ঘ পথ
তাই চালাতে হয় অশ্বের রথ।
কূল কিনারা কোথায় তাহার
অনন্ত সেই সীমার বাহার।


ভাবো বন্ধু চোখ বুঁজে
হৃদয় মাঝে খুঁজে খুঁজে।
পাবে দিশা নিশার মাঝে
স্বচ্ছ দৃষ্টি লাগবে কাজে।


অবাস্তব আর বস্তু জগত
ঘুরবো কেন মিথ্যার ঘোরে;
মিলতে পারে হীরা মানিক
ওই মহা সমুদ্রে নীলাচলে।


৭ই পৌষ, ১৪২৯,
ইং ২৩/১২/২০২২,
শুক্রবার বেলা১১:০৬। ১৮৬৬, ২৪-১২-২০২২।