অক্টো-পাসে বাধা মোরা,
            2019 এর অক্টোবরে ভাবি;
কি হবে বর্তমানের, ভবিষ্যতের,
              মৃত্যুই একমাত্র পথ না কি?


ভালো নাই, মন্দে ভরা,
                 চারিদিকে অন্ধকার দেখি;
আলোর পথ কোথায় পাবো?
                একবার ভাববো না সে কি?


ভাবার সময় এসে গেছে,
                         ওগো ভাবো বর্তমান;
দুঃখের দিন আর বেকারত্ব,
                    সবই অক্টোপাশের দান।


মৌলবাদ  অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাস,
                    শুধুই ব্যক্তি ভোগি ভাবে;
ওই বিশ্বাসে বিশ্বাসী হলে,
                         দেশ রসাতলে যাবে।


সাম্যবাদের পথটা সোজা,
                            আলোয় ভরা রবে;
সুখ-দুঃখ সবার সমান,
                                ভিন্ন নাহি হবে।


অক্টো-পাসে আঘাত হানি,
                               মুক্ত করো সব;
মৌলবাদের ধ্বংস হউক,
                   সাম্যবাদের উঠুক কলরব।


১৩ই আশ্বিন, ১৪২৬,
ইং ০১/১০/২০১৯,
মঙ্গলবার, সকাল নটা। ৭৯৮, ০৪/১০/২০১৯।