কে যেন বলেছিল-
পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে,
রুক্ষ,তপ্ত, মায়া মমতাহীন হবেই হবে সবে।


নেবেনা কেউ কারো দায়।
অন্তর্দাহন ক্রমে ক্রমে বুঝি বিলীনের পথে ধায়
কেউ আর তাকাবে না ফিরে ডানে কিংবা বায়।


ঝলসানো রুটি পথে পথে হাঁটি
একদিন হবেই  চিবাতে আমাদের তাই,
কালের গতিতে অধঃপতে ছাড়া  যাওয়ার  উপায় নাই।


কেউ শ্মশানে আগুনে পুড়িবে,
আর কেউ কবরে মাটিতে মিশিবে
কেউ এই নীল আকাশ তলে পচিবে গলিবে।


আল্লাহকে ডাকি কৃষ্ণ নামে মাতি
তবু তো রতন ফিরিল না চেতন হিংসা ছাড়ি;
জেনে শুনে আঁধারে দিতে হবে পাড়ি উপায় যে নাই ।


২৪ শে পৌষ, ১৪২৯,
ইং  ০৯/০১/২০২৩,
সোমবার রাত ১২:৪১। ১৮৮৩, ১০/০১/২০২৩।