শ্রদ্ধা জানাই আজ তোমারে
স্মরে তোমার জন্মদিনে;
তোমার সংগীত আমাদের কন্ঠে
বেঁধেছো প্রেমের ঋণে।


পঁচিশে বৈশাখ বাঙালির প্রাণ
কন্ঠে  তোমার গান;
তোমারে স্মরিয়া হৃদয় ভরিয়া
উঠিছে সুরের তান।


ভাষা বাংলা আর বাঙালি
চিনেছে বিশ্ব তাঁদের;
বিশ্বখ্যাতি তুমিই এনেছো
ধন্য করেছো মোদের।


বাংলা হয়েছে মধুর ভাষা
তোমার প্রেমের ছোঁয়ায়;
বিশ্ব জয় করেছে বাংলা
তোমার প্রাণের চাওয়ায়।


বাঙালি এনেছে বাঙালি পেয়েছে
এই বাংলার স্বাধীনতা;
সোনার বাংলা জাতীয় সংগীত
তোমারই সেই গাঁথা ।


২৩ শে বৈশাখ, ১৪৩০,
ইং ০৭/০৫/২০২৩,
রবিবার রাত ১০:৩৪। ২০০২, ০৯/০৫/২০২৩।